একজনের ছুটি মঙ্গলবার। আরেকজনের ওইদিন ব্যবসা বন্ধ। বাকি সদস্যেরা চাকরির খোঁজে। কিন্তু পায়ের তলায় সকলের সরষে। ইচ্ছে করলেই বাইকে সাঁই সাঁই… নয়তো ব্যাকপ্যাক ঝুলিয়ে ট্রেনে। কোথায়? যথা ইচ্ছা তথা…
গ্রুপ শুরুর সময়ে এটাই ছিল আমাদের অবস্থান। ওয়েবসাইট চালুর সময়ে দলে একটু নাড়াচাড়া পড়েছে। এক সদস্যের চাকরি সূত্রে মোঘলসরাইয়ে অধিষ্ঠান…আরেকজন শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। দলের সবচেয়ে বেঁটে আর বিটলেটাও নতুন ব্যবসা শুরু করেছে। তাই এখন সময় পেলে সাঁই সাঁই…দু’চারজন জমলেই।