দু’বছর আগে। ২০১৫ সালের দুগ্গাপুজো। গ্রুপের প্রথম সফর, ভালকি মাচান। ফেসবুকে শুরু হয়েছিল আমাদের অভিযান। তারপর কত অভিযান।
কত গ্রুপ বন্ধু। আর সেই বন্ধুদের কত কত ভাল লেখা।
২০১৭ সালের ১ মে। আবার জঙ্গল। এবার বাঁকুড়ার জয়পুর। উপলক্ষ অভিযান। কিন্তু লক্ষ্য গ্রুপের পরিসর আরও বড় করা। শ্রমিক দিবসে গ্রুপ থেকে আমরা পৌঁছলাম ওয়েবসাইটে। একই নাম ‘যথা ইচ্ছা তথা যা’।
গ্রুপের পুষ্করিণী থেকে ওয়েব সমুদ্রে ঝাঁপ দিলাম আমরা। অচেনা বন্দরে ভেসে গেলে সঙ্গে থাকবেন। আপনারাই আমাদের লাইফ জ্যাকেট।
কৃতজ্ঞতা — গত দু’বছর ধরে যাঁরা লেখা দিয়ে গ্রুপকে সমৃদ্ধ করেছেন, পড়েছেন, কমেন্ট, লাইক করে লেখকদের উৎসাহিত করেছেন তাঁদের প্রতি।
গ্রুপের প্রতীকটি এঁকে দিয়েছেন কার্টুনিস্ট ঋতুপর্ণ বসু। ওয়েবপেজটি সাজিয়ে দিয়েছেন নীলোৎপল বিশ্বাস।
Its great. Proud to do some artwork for this amazing one stop destination for the incurably itinerant.Though an armchair traveller, I can feel your drive and passion of the real-time variety. Wish to do more for you.
ধন্যবাদ ঋতুপর্ণ।