কেকার কথা শোনে

দীপক দাস কানে নয়। চোখে এসেছিল কথাটা। সে অনেক বছর আগের কথা। এক খবরের কাগজে বাচ্চাদের পাতায় বেরিয়েছিল লেখাটা। আমাদের কাছেপিঠে কোথায় যেন ময়ূর পাওয়া যায়। চিড়িয়াখানার ঘেরাটোপের বাসিন্দা নয় তারা। একেবারে ‘সোনার কেল্লা’র রাজস্থানের মতো। রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। সেই লেখার শিরোনামটিও ছিল জবরদস্ত— ‘দেখ তো, চালে ময়ূর বসল কি না’। কী কাণ্ড! সেখানে তিনটি … Continue reading কেকার কথা শোনে