অনেক কাশ, স্বপ্নের আকাশ আর ট্রেনের জানলায় জীবন

দীপক দাস হু হু করে ঢুকছে তুলো! দেখতে দেখতে টুকরো টুকরো তুলোয় কামরা ভরে গেল। হঠাৎই! উড়ছে। ঘুরছে। মাথায়, গায়ে, গালে, পোশাকে, টুপিতে লেপ্টে যাচ্ছে। তুলো নয়। ওগুলো সব কাশফুলের টুকরো। ট্রেনের প্রবল গতিতে গুচ্ছ কাশফুল আলগা হচ্ছে। আর হু হু করে ঢুকছে ট্রেনের কামরায়। জানলা দিয়ে উঁকি দিয়ে দেখি, রেললাইনের পাশে কাশের বনে তখন … Continue reading অনেক কাশ, স্বপ্নের আকাশ আর ট্রেনের জানলায় জীবন