অনেক কাশ, স্বপ্নের আকাশ আর ট্রেনের জানলায় জীবন— দ্বিতীয় পর্ব

দীপক দাস বাহামণিকে নিয়ে মজে ছিলুম। খেয়ালই করিনি কচি আর ইন্দ্র আমাদের সঙ্গে নেই! কচিকে নিয়ে আমার একটু টেনশন ছিল। বেচারা শহুরে মানুষ। বন্ধুদের সঙ্গে প্রতি বছর রাতভর কলকাতা ঘুরে ঠাকুর দেখে। এ বছর নবমীতে তাদের পুজোসফর পর্ব ন’বছরে পড়বে। আর আমি কিনা ওকে বনেবাদাড়ে ট্রেনে চড়াতে নিয়ে এসেছি! ওর ভাল না লাগলে সফর ম্যানেজার … Continue reading অনেক কাশ, স্বপ্নের আকাশ আর ট্রেনের জানলায় জীবন— দ্বিতীয় পর্ব