অনেক কাশ, স্বপ্নের আকাশ আর ট্রেনের জানলায় জীবন— শেষ পর্ব

দীপক দাস দুমকা স্টেশনে পা দিয়ে বুঝতে পারলুম গরম কাকে বলে। এতক্ষণ প্রকৃতিতে মজে ছিলুম। তার সঙ্গে ট্রেনের ঘেরাটোপ। সূর্যদেবের আসল রূপটা টের পাইনি। পেলেও বা। কবেই বা ওই প্রাচীন অগ্নিবলয় আমাদের আটকাতে পেরেছে? গত বছর পুজোর সময়ে এরকমই গরম ছিল। ঘামতে ঘামতে ক্লান্ত হয়ে ট্রেনে ঘুমতে ঘুমতে ভূতুড়ে স্টেশনে গেছি তিন শঙ্কর মিলে। গরম … Continue reading অনেক কাশ, স্বপ্নের আকাশ আর ট্রেনের জানলায় জীবন— শেষ পর্ব