অনেক কাশ, স্বপ্নের আকাশ আর ট্রেনের জানলায় জীবন
তুলো নয়। ওগুলো সব কাশফুলের টুকরো। ট্রেনের প্রবল গতিতে গুচ্ছ কাশফুল আলগা হচ্ছে। আর হু হু করে ঢুকছে ট্রেনের কামরায়। জানলা দিয়ে উঁকি দিয়ে দেখি, রেললাইনের পাশে কাশের বনে তখন প্রবল আলোড়ন।
ট্রেন আরেকটু এগোতেই একটা ক্ষীণ জলধারা চোখে পড়ল।…ট্রেন আরেকটু এগোলে দূরে ঝোপের আড়াল থেকে ধারাটির আবছা শরীর বোঝা যায়। তারপর আবার হারিয়ে যায়। আবার কিছুক্ষণ পরে পুরো ধারাদেহ নিয়ে আমাদের সামনে হাজির হয়। আবার একটু ঝোপের আড়াল। আবার সামনে। তখন বোঝা যায়, জলধারাটি আসলে একটা নদী।…নদীর নাম বাহামণি
পুরো সফর নীচের লিঙ্কে—
প্রথম পর্ব—
দ্বিতীয় পর্ব—
অনেক কাশ, স্বপ্নের আকাশ আর ট্রেনের জানলায় জীবন— দ্বিতীয় পর্ব
তৃতীয় পর্ব-
Rampurhat to Dumka train travel