গ্রুপ কথা

ছবি চাই, ছবি গো…

‘যথা ইচ্ছা তথা যা’ গ্রুপের সদস্যদের তোলা ছবি নিয়ে ‘ছবিতে ঘোরা’ সফর। তৈরি হবে ছবির অ্যালবাম। ছবি পাঠান।

নিয়মাবলী

১। আপনার তোলা সেরা দু’টি ছবি পাঠান। তার বেশি নয়।

২। ছবির সঙ্গে পাঠাতে হবে বর্ণনাও। জায়গার নাম-সহ সেই বর্ণনা ১০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

৩। ছবি পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০১৭।

৪। ছবি পাঠাবেন debud9815@gmail.com এই ইমেল ঠিকানায়।

 

বিশেষ ঘোষণা— এটি  কোনও প্রতিযোগিতা নয়। আমরা একসঙ্গে আছি, এই অনুভব জোরদার করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *