যথা ইচ্ছা তথা যা
ঝাড়গ্রামের বেলপাহাড়ি গিয়ে পৌঁছেছিলাম আমঝর্না। আমলাশোল পেরিয়ে। আমরা চারজন। দীপু, বাবলা, ইন্দ্র আর আমি। আমঝর্নায় জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা দেখে খুব খুশি। সেই পথ দিয়ে ছোটা হাতি নিয়ে সোজা ঝাঁটিঝর্নায়। জায়গাটা ঝাড়খণ্ডে। রোমাঞ্চকর পথ। আমাদের সঙ্গে ভাগ নিন সেই রোমাঞ্চের। ভিডিও দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=-IVSIEFDUhM&feature=youtu.be