অন্য সফর

পাখি সব করে রব সিনান করিল

একবার কর্মসূত্রে যোগাযোগ হয়েছিল আর জি করের চিকিৎসক শ্যামল চক্রবর্তীর সঙ্গে। তিনি একবার এসএমএস করে জানিয়েছিলেন, গরমকালে পাখিদের জন্য জানলায় জল রাখুন। উনি শহরের ফ্ল্যাটের কথা ভেবে জানলার কথা বলেছিলেন। গ্রামে তো জায়গার সমস্যা নেই। তাই বাগানে মাটির সরায় জল রাখা শুরু। প্রথমে একটা সরা। তারপর দু’টো। এখন সেই সংখ্যা তিনে পৌঁছেছে। অন্যদিন কী করে জানি না। কিন্তু এক ছুটির দিনে দেখি, অন্তত ৫০টা চেনা-অচেনা পাখি কলকাকলিতে বাগান ভরিয়ে দিয়েছে। জানলা দিয়ে উঁকি দিয়ে দেখি সব চান-সরায় গান করছে। মেজভাই ভিডিও করল। আপনাদের জন্যও রইল। ভিডিও দেখতে নীচের লিঙ্ক ক্লিক করুন। 

কভারের ছবি— ঘাটশিলা স্টেশনে পাখিদের ঘরে ফেরা।

https://www.youtube.com/watch?v=iVYR3S8gwwI&feature=youtu.be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *