অযোধ্যা পাহাড়ের রূপ অনেকেই দেখেছেন। আমরাও দেখেছি। তবে মুরগুমার রূপ দেখে আমরা মুগ্ধ। অযোধ্যা রেঞ্জেই পড়ে। অসাধারণ।
এমন সজীব রূপের সঙ্গেই রয়েছে রুক্ষ অযোধ্যাও। তা-ও সুন্দর।
২। মন্দির নির্মাণ শৈল্পীর নানা উদাহরণ ছড়িয়ে বাংলা জুড়ে।
বিষ্ণুপুরের প্রতীক।
কালনার নবকৈলাস। ১০৮ শিবমন্দির।
বিষ্ণুপুরের আরেক মন্দির।
৩। জঙ্গল প্রকৃতিও অনন্য। যেমন জয়পুরের জঙ্গলে।
জঙ্গলের কাছেই রয়েছে এমন ছবি। দূষণের নল।
৪। নদীনালার দেশ বাংলাদেশ।
অসাধারণ সৌন্দর্য কুমারী নদী এবং কংসাবতীর সঙ্গমস্থল।
ট্রেন থেকে তোলা। মেদিনীপুরের পথে এক খাল।
৫। ঝাড়গ্রাম চিরকালের সুন্দর।
কভারে ছবি- জয়পুরের জঙ্গলে। ছবি তুলেছেন শুভ বৈদ্য।
(চলবে)