অন্য সফর বিশেষ ভ্রমণ

বর্ষার জলছবি

যথা ইচ্ছা তথা যা

ভর বাদর মাহ ভাদর এবার হয়নি। ছেঁড়া ছেঁড়া ক্ষণিকের মেঘ। স্থানীয় বৃষ্টি। তবুও কবি-প্রিয় বরিষণমুখর ক্ষণে জন্ম হয়েছে কত ছবির। তা নিয়েই আজকের বর্ষা-সফর।

মুহূর্তের কথা যখন উঠল তখন বৃষ্টিতে জন্ম নেওয়া দৃশ্যের কথাই হোক। শুভ বৈদ্য এবং দীপশেখর দাস দুই বন্ধু। প্রথমজনের ছবি তোলায় পাকা হাত। এক একটা ক্লিকে অবিস্মরণীয় সব ছবি তুলে আমাদের বিভিন্ন সফরকে সজীব করেছে। দীপশেখর পরে এসেছে ফটোগ্রাফিতে। কিন্তু সে-ও কম যাচ্ছে না ছবি তোলায়। তাদের কয়েকটি ছবি।

নীচের ছবিটি দেখুন। ছোট্ট মেয়েটি বৃষ্টি থেকে মাথা বাঁচাচ্ছে না ফোন?

হ্যালো? এখন বৃষ্টি পড়ছে।

কাকভেজা কথাটার উৎপত্তি কেন হয়েছে, এই ছবিটা থেকে বুঝতে পারবেন।

বারিষ কে মৌসম মে অ্যায়সা হাল হোতা হ্যায়।

রবিশঙ্কর দত্তের চোখ দু’টো বড়ই সংবেদনশীল। তিনি দেখেন এবং লেখেন। আবার ছবিও তোলেন।

রাতের চাঁদনি চক। কলকাতা।

তাঁর মোবাইল ক্যামেরায় শহরের জলছবি।

মেঘলা আকাশটাকে ধরে রেখেছে একটা গাছ আর একটা বহুতল। কী বৈপরীত্য!

সম্প্রতি মুর্শিদাবাদ সফরে গিয়েছিল ইন্দ্রজিৎ সাউ। লালবাগের হোটেল আশ্রয়। হোটেলের জানলা আর বারান্দা থেকেই তুলেছে বর্ষার ভাগীরথীর রূপ।

ভাগীরথীতে বৃষ্টির মধ্যে নৌকা পারাপার।

সেই সঙ্গে ভাগীরথীকে কেন্দ্র করে কেমন চলে রোজকারের জীবন তা-ও ধরা পড়েছে তার ক্যামেরায়।

মাছধরার ফাঁকে একটু সুখটান।

সৌগত পাল মালগাড়িতে ছুটে চলে এক জেলা থেকে অন্য জেলায়। ছুটে চলার মুহূর্তে তার মোবাইলেও ধরা পড়ে প্রকৃতি।

বৃষ্টিতে ঝাপসা। রাজগ্রাম।

ট্রেন থেকে তোলা ডুবে যাওয়া জমিজমা।

এটাও রাজগ্রাম।

মালদা-মুর্শিদাবাদের সংযোগকারী সেতু থেকে কেমন লাগে গঙ্গা?

ফরাক্কা সেতু থেকে গঙ্গা।

সৌগত পালের মতো দেবকুমার দাসও ছুটে চলেন। তবে ট্রেনে নয়। বাসে। তার ফাঁকেই ক্যামেরায় ছবিওয়ালা। কলকাতার চেনা ছবি। জল থইথই।

তপসিয়ায় তোলা।

উত্তর ২৪ পরগনার চৈতল ঘাটে তোলা।

বিদ্যাধরী নদী।

বৃষ্টিতে ঝাপসা গঙ্গা নদী আর নৌকা। দ্বিতীয় হুগলি সেতু থেকে তোলা।

ঝাপসা দ্বিতীয় হুগলি সেতু।

শেষে জীবনানন্দ দাশের বাংলা। যেখানে অবন ঠাকুরের সুবচনীর হাঁসেরা চরে বেড়ায়।

হতে পারে বাংলার যে কোনও গ্রাম।

কভারের ছবি— বীরভূমের আহমদপুর। ছবি তুলেছে সৌগত পাল

সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *