সৌগত পাল যেতে হবে লালটিব্বা। সকালে হোটেল থেকে বেরিয়ে ম্যাল রোডে গেলাম। ওখানে গাড়ি ভাড়া। রথীনদা রাতেই জানিয়ে রেখেছিল, ওরা তিন জন যাবে না। সকালে যেন ডাকাডাকি না করা হয়। লালটিব্বা গাছগাছালি ঘেরা বেশ উঁচু টিলার মতো জায়গা। সেখানে একটা ওয়াচ টাওয়ার বানানো হয়েছে। সেটা থেকে চারপাশটা খুব সুন্দর দেখতে লাগে। ওয়াচ টাওয়ারের নীচে একটা […]