ইন্দ্রজিৎ সাউ ‘যথা ইচ্ছা তথা যা’ গ্রুপের মধ্যে সব থেকে বেশি পায়ের তলায় সরষে মনে হয় আমারই। একটা জায়গা ঘোরা শেষ হতে না হতেই নতুন কোথায় যাওয়া যায় তার খোঁজ শুরু করে দিই। গ্রুপে সৌমিত্র নামে একজন কাঁকড়াঝোর নিয়ে লিখেছিলেন। সেটা পড়ে, আর নেটে কাঁকড়াঝোর সম্পর্কে খোঁজখবর নিয়ে জঙ্গলের প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু যাওয়া হয়নি। […]